কলকাতা, 8 সেপ্টেম্বর: রাজ্যে পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা ৷ বাধা আসতে পারে দুর্গা পুজোর প্রস্তুতিতে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মিললে, বাধা আসতে পারে প্রতিমা তৈরি থেকে সাজসজ্জা, বাজার থেকে আয়োজন- সবকিছুতে । আলিপুর আবহাত্তয়া অফিসের (IMD Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় একটি নিম্নচাপের কথা জানিয়েছেন (West Bengal Weather Forecast) ৷
সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । আশা করা হচ্ছে আগামী 24 ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে পরিণত হবে । অর্থাৎ পূর্ব-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনাচ্ছে । এর ফলে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে । 10-11 সেপ্টেম্বর অর্থাৎ সপ্তাহান্তে শনি-রবিবার থেকে বৃষ্টি বাড়বে । আরও এক থেকে দু'দিন দীর্ঘায়িত হবে তা ৷ অর্থাৎ 12-13 তারিখ পর্যন্ত চলবে ।"