কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজোয় বৃষ্টির শঙ্কা জোরালো হচ্ছে, জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়ের বললেন, "পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ এর ফলে 2 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে" । তাই পুজোয় বৃষ্টির সম্ভবনা বঙ্গে (IMD Kolkata Weather Update partly cloudy sky with rain very likely to occur) ৷
আগামিকাল 28 সেপ্টেম্বর দুর্গাপুজোয় চারদিনের আবহ সম্পর্কে একটা পরিষ্কার ছবি তুলে দিতে পারা যাবে, জানিয়েছে হাওয়া অফিস । কারণ দক্ষিণবঙ্গে 26 অক্টোবর অর্থাৎ গতকাল থেকে 1 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে না, এ নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না আবহবিদরা । আসছে রোববার গান্ধিজয়ন্তী দিন, 2 অক্টোবর থেকে দক্ষিণে বৃষ্টি বাড়বে । পুজোর নির্ঘণ্টে সেদিন সপ্তমী । ফলে ওই দিন বিশেষত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতে বৃষ্টি বাড়ার পূর্বাভাসে অস্বস্তি বাড়বে । কিন্তু মাত্র 24 ঘণ্টা আগেই পরিস্থিতি খানিকটা আলাদা ছিল । তবে এখন যা অবস্থা তাতে পুজোর সময় বৃষ্টির আশঙ্কা যথেষ্ট বেশি ।