কলকাতা, 4 সেপ্টেম্বর: সমতলে জল আগেই জমেছিল । এবার পাহাড়ে ধস নেমেছে । ফলে লাগাতার বৃষ্টিতে সিকিমের সঙ্গে বঙ্গের যোগাযোগ ভেঙে পড়ার জোগাড় । যে সব পর্যটক পাহাড়ে গিয়েছেন, তাঁরা বিপদে । হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন হওয়ায় আগামিকাল পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিকের পাঁচটি জেলার কয়েকটিতে ভারী বৃষ্টি হবে । এমনকী এ বিষয়ে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে (IMD Kolkata Weather Update partly cloudy sky with rain thundershower very likely to occur) ।
সোমবার, 5 সেপ্টেম্বরের পর থেকে মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে বলে মনে করা হচ্ছে । তা হলে উত্তরবঙ্গের বৃষ্টিতে রাশ ধরবে । বরং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । এমনিতেই ভাদ্রের পচা গরমে জেরবার অবস্থা দক্ষিণের । আর্দ্রতাজনিত গরম এতটাই বেশি যে অস্বস্তি চরমে উঠেছে । আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাভাস চলতি মাসের মাঝামাঝি সময় গোটা বঙ্গজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । নিম্নচাপেরও পূর্বাভাস রয়েছে । পুজোর (Durga Puja 2022) আগে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস । যার জের কতটা পড়বে, তা এখনই বলা সম্ভব নয় ।