পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বানভাসী উত্তর, কপাল খুলতে পারে দক্ষিণবঙ্গেরও - Monsoon Update

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ তবে কালকের পর থেকে তা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তারপর দক্ষিণে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ (West Bengal Weather Update) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 4, 2022, 6:46 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: সমতলে জল আগেই জমেছিল । এবার পাহাড়ে ধস নেমেছে । ফলে লাগাতার বৃষ্টিতে সিকিমের সঙ্গে বঙ্গের যোগাযোগ ভেঙে পড়ার জোগাড় । যে সব পর্যটক পাহাড়ে গিয়েছেন, তাঁরা বিপদে । হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন হওয়ায় আগামিকাল পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিকের পাঁচটি জেলার কয়েকটিতে ভারী বৃষ্টি হবে । এমনকী এ বিষয়ে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে (IMD Kolkata Weather Update partly cloudy sky with rain thundershower very likely to occur) ।

সোমবার, 5 সেপ্টেম্বরের পর থেকে মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে বলে মনে করা হচ্ছে । তা হলে উত্তরবঙ্গের বৃষ্টিতে রাশ ধরবে । বরং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । এমনিতেই ভাদ্রের পচা গরমে জেরবার অবস্থা দক্ষিণের । আর্দ্রতাজনিত গরম এতটাই বেশি যে অস্বস্তি চরমে উঠেছে । আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাভাস চলতি মাসের মাঝামাঝি সময় গোটা বঙ্গজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । নিম্নচাপেরও পূর্বাভাস রয়েছে । পুজোর (Durga Puja 2022) আগে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস । যার জের কতটা পড়বে, তা এখনই বলা সম্ভব নয় ।

আরও পড়ুন: কেমন যাবে ছুটির দিন জানুন রাশিফলে

এমনিতে উত্তরবঙ্গের মতো বানভাসী না হলেও পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বেড়েছে । কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বৃষ্টি সেভাবে হয়নি । ফলে দিনভর প্রচণ্ড অস্বস্তিকর গরমের মধ্যে মানুষকে ভুগতে হয়েছে । শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি । রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা ৷ কয়েক পশলা বৃষ্টিরও সম্ভবনা আছে । দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details