কলকাতা, 5 সেপ্টেম্বর:অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে বৃষ্টির আশায় দিন গুণছে দক্ষিণবঙ্গ । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 2-3 দিন দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে । যদিও রবিবার সারাদিন কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ছিঁটেফোঁটা বৃষ্টিও দেখা যায়নি । মেঘলা আকাশ সম্ভাবনা (IMD Kolkata Weather Update partly cloudy sky with rain thundershower very likely to occur) ।
হাওয়া অফিস অবশ্য নতুন সপ্তাহের প্রথম 2-3 দিনে দক্ষিণে বৃষ্টির কথা শোনাচ্ছে । তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনায় বেশি হবে । এমনকী বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী 3 দিন হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস । তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভবনা থাকছে ।