পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update উত্তরে জল থইথই পাহাড়, দক্ষিণে পুড়ছে সমতল - কলকাতায় ঝড় বৃষ্টি

মৌসুমী অক্ষরেখার অবস্থান হিমালয়ের কাছাকাছি ৷ তাই উত্তরে ঝেঁপে বৃষ্টি হয়ে চলেছে ৷ দক্ষিণ নিয়ে নতুন কোনও খবর দিতে পারছে না আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
কলকাতায় গরম

By

Published : Aug 30, 2022, 6:46 AM IST

কলকাতা, 30 অগস্ট: বরুণ দেবতা চলতি বর্ষায় এবার বেশি সদয় । ভাদ্র মাসের গরমে যখন অস্বস্তিকর অবস্থা, তখনই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু । মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের কাছাকাছি থাকায় বৃষ্টির দাপট চলছে উত্তরবঙ্গের জেলাগুলোতে । ইতিমধ্যে উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে । তার জেরে শিলিগুড়ি, জলপাইগুড়িতে রাস্তাঘাট জল থইথই । উত্তরবঙ্গের নদীগুলোতে জলস্তর বেড়েছে (IMD Kolkata Weather Update partly cloudy sky with rain likely) ।

আগামী চাঁর-পাচ দিন উত্তরের উপরের পাঁচটি জেলা ছাড়াও অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জলছবির উল্টো এখন দক্ষিণে । আংশিক মেঘলা আকাশ হলেও তাতে বৃষ্টির ঘনঘটা নেই । মাঝে ক'দিন নিম্নচাপের কারণে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু বর্তমানে তা উধাও । ফলে অস্বস্তিকর আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে ব্যতিব্যস্ত জনজীবন । আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস দিতে পারছে না ।

আরও পড়ুন: হল না কমিটির নির্বাচন, বাগবাজারের পুজো ঘিরে জটিলতা

উত্তরবঙ্গে বৃষ্টির জেরে গরম পালিয়ে হাওয়ায় শিরশিরানি । দক্ষিণবঙ্গে বাতাসে শুধুই শুষ্কতা । রোদে মাথা বাঁচানোই দায় । সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি । মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা ছিল । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details