কলকাতা, 18 অগস্ট: অস্বস্তিকর গরমে জেরবার দক্ষিণবঙ্গ । শ্রাবণের শেষে গরমের তীব্রতা বেড়েছে অনেকটাই। তবে এরই মধ্যে স্বস্তির খবর মিলল । জানা গেল ফের দক্ষিণবঙ্গের দুয়ারে নিম্নচাপ । মায়ানমারে অবস্থানরত ঘূর্ণাবর্ত ক্রমেই বাংলা অভিমুখী হওয়ার ইঙ্গিত দিচ্ছে । তবে তা ওপার বাংলা ছুঁয়ে এপার বাংলায় পৌঁছবে বলে জানিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata Weather Update) ।
আলিপুর হাত্তয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটির অবস্থান দক্ষিণ মায়ানমারে । আমাদের সমুদ্র উপকূলের দিকে এই ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা আছে এবং আরও একটু ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে । এই প্রথম একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা বাংলাদেশ ঘেঁষে রাজ্যের দিকে আসতে পারে ।"
আজ, 18 অগস্ট থেকে 20 তারিখের মধ্যে এই নিম্নচাপ প্রবেশের সম্ভাবনা রয়েছে ৷ এর ফলে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বিশেষত আজ থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দিনের শুরুতে না হলেও দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম দুই-24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে ।