কলকাতা, 17 অগস্ট: ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে । যদিও আজ কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । বৃষ্টি কমে যাওয়ার শঙ্কার মাঝে বঙ্গে ফের নিম্নচাপ তৈরির সম্ভবনাও দেখছে আবহাওয়া দফতর । আগামী পরশু দিন থেকে অর্থাৎ 19 অগস্ট ফের উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে । তার জেরে 18 অগস্ট অর্থাৎ আগামীকাল থেকে 20 অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata Weather Update) ৷
আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । কলকাতায় আজ সেভাবে বৃষ্টি না হলেও 18-20 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (partly cloudy sky with possibility of rain likely to occur) । অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।"