পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আপাতত কয়েকদিনের বিরতি, সপ্তাহ-শেষে ঘূর্ণাবর্তের হাত ধরে ফিরবে বৃষ্টি

দক্ষিণে বৃষ্টি কমেছে, তবে বন্ধ হয়নি ৷ এবার উত্তর ও দক্ষিণে বৃষ্টি আরও কমবে ৷ তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির হওয়া সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে ৷

ETV Bharat
বঙ্গে বৃষ্টিতে বিরতি

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:00 AM IST

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আলিপুরের পূর্বঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 26 সেপ্টেম্বর: রাজ্যজুড়ে বৃষ্টিতে সাময়িক বিরতি ৷ গত কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে ৷ এর জেরে পাহাড়ি অঞ্চলে ধস নেমেছে, নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে, শস্যক্ষেত্রেরও ক্ষতি হয়েছে ৷

অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিদায় বেলার বর্ষা উপস্থিতি জানান দিয়েছে ৷ আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে রাশ পড়বে ৷ আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি সেভাবে নেই ৷ শুক্রবার থেকে ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির উপর দুর্যোগের পরিস্থিতি বোঝা যাবে ৷

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সাময়িক দু-তিন দিনের জন্য বৃষ্টি কমবে ৷ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 29 তারিখ থেকে ফের বৃষ্টি বাড়তে পারে ৷ শুক্রবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ উত্তর বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ ফলে 29 তারিখ থেকে বৃষ্টি বাড়বে ৷ এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনাও বাড়বে ৷

আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমতে পারে ৷ আর এই বৃষ্টি কমার ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিক ভাবেই বাড়বে বলে জানিয়েছেন হাওয়া অফিসের আবহাওয়াবিদ ৷ বাতাসে জলীয় বাষ্প থাকবে ৷ এর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ৷

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে ৷ মূলত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি ৷ আগামী 24 ঘণ্টায় দু-একটি জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ৷ বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ এবং সর্বনিম্ন 73 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ কয়েক পশলা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: কাজে ব্যস্ত মেষ, নতুন প্রকল্প শুরুর সম্ভাবনা মীনের

ABOUT THE AUTHOR

...view details