কলকাতা, 2 মার্চ: বিদায় বসন্ত । এবং তাও যথেষ্ট তাড়াতাড়ি । ঋতুচক্রের ছ'টি ঋতু এখন ক্যালেন্ডারের পাতায় ৷ গ্রীষ্ম, বর্ষা, শীত- এই তিন ঋতুতে ঢাকা পড়েছে বাকিরা ৷ কখনও কখনও শুধু তাদের অস্তিত্ব বোঝা যায়। দিন কয়েক আগেই নাতিশীতোষ্ণ আবহাওয়া, কোকিলের ডাকে মনে হয়েছিল বসন্ত এসে গিয়েছে ৷ কিন্তু তাপমাত্রার পারদ বসন্তের থিতু হওয়ার পথে কাঁটা ছড়াল (Summer in West Bengal) ৷
ফেব্রুয়ারির শেষ থেকে পারদ চড়তে শুরু করেছে ৷ মৌসুম ভবন জানিয়েছে, উষ্ণতার প্রশ্নে কার্যত রেকর্ড গড়েছে নভেম্বর । তাতে নাম লিখিয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারিও ৷ মার্চ মাসে কালবৈশাখীর হাত ধরে ঝড় এবং বজ্রবিদ্যুতের জন্য তাপমাত্রা কম থাকবে এমনটা আশা করার বিশেষ সুযোগ নেই ৷ অন্তত এখন সেই সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছে মৌসুম ভবন। বাড়তি হিসেবে তারা জানিয়েছে, মার্চে পারদের ঊর্ধ্বগতি আদতে দাবদাহের প্রিলিউড ৷ যা হয়তো কড়া নাড়ছে ৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রিত্বের এক দশক পার, এই প্রথম ফোর্ট উইলিয়ামে পা রাখলেন মমতা
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ এবং আগামিকাল, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁয়ে ফেলবে ৷ ফলে দিনের তাপমাত্রায় গায়ে ছ্যাঁকা লাগবে ধরে নেওয়া যায় ৷ সর্বনিম্ন তাপমাত্রাও গিয়ার বদল করবে ৷ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই ৷ উত্তরে দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড়-বৃষ্টি হতে পারে ৷ বাকি জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক ৷ কেন এই আবহাওয়ার খামখেয়ালিপনা ? হাওয়া অফিস জানিয়েছে, পূবালি বাতাস প্রচুর জলীয় বাষ্প নিয়ে রাজ্যে প্রবেশ করায় এই ভ্যাপসা গরম ৷ যা উত্তর-পশ্চিম দিক দিয়ে বয়ে আসা বাতাসের ভারসাম্য রক্ষা করতে পারত ৷ কিন্তু দুর্বল হওয়াতে এই চিড়চিড়ে গরম ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রী বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 88 ও 42 শতাংশ ৷ বৃহস্পতিবার দিনের আকাশে প্রধানত রোদ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷