আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কলকাতা, 29 অগস্ট: ভাদ্র মাসের ভ্যাপসা গরমের জেরবার হবে বাংলা ৷ ইতিমধ্যে বৃষ্টি কমে গিয়েছে ৷ তবে আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বৃষ্টি হলেও তা আবহবিদদের কথায় 'পাসিং শাওয়ার' অর্থাৎ যেখানে মেঘ সেখানে বৃষ্টি ৷ তবে তা কখনও ভারী কিংবা অতিভারী নয়, হালকা থেকে মাঝারি ৷ আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্বাভাস এখন এইরকম ৷
আগামী তিন দিনে তাপমাত্রা বাড়বে ৷ বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে ৷ আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি ৷ দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অর্থাৎ উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম ৷
দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবারের মধ্যে অন্ততপক্ষে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে ৷ বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে শুরু করেছে এবং তা আরও বাড়বে ৷ পরশু বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও শুক্রবার থেকে দক্ষিণে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ৷
আরও পড়ুন: হঠাৎ প্রাপ্তিযোগ কোন রাশির ? জেনে নিন রাশিফলে
কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে ৷ তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়বে ৷ আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ এবং সর্বনিম্ন 58 শতাংশ ৷ আজ মঙ্গলবার আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বেশি মাত্রায় অনুভূত হবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷