পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বাড়বে উত্তরবঙ্গে - হালকা মাঝারি বৃষ্টি হতে পারে

রাজ্যে বর্ষার মরশুম ৷ বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ তবে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি চলবে ৷ এর সঙ্গে তাপমাত্রাও বাড়বে দক্ষিণবঙ্গে ৷

ETV Bharat
আবহাওয়া

By

Published : Jun 28, 2023, 6:37 AM IST

Updated : Jun 28, 2023, 7:07 AM IST

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 28 জুন: বর্ষার হাত ধরে দক্ষিণবঙ্গে এখন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কিংবা ভারী বৃষ্টি চলছে ৷ তবে এই বৃষ্টির আর বেশিদিন নয় ৷ বৃষ্টিতে রাশ পড়বে ৷ ফের বাড়বে গরম ৷ তার মধ্যেও হালকা থেকে মাঝারি মাত্রায় সঙ্গী থাকবে দক্ষিণবঙ্গবাসীর । কারণ রাজ্যে এখন বর্ষাকাল ৷

আলিপুর হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটি উত্তর ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে ৷ সেই সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ৷ দক্ষিণবঙ্গে এর প্রভাবে আগামী দু'দিন প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷"

তিনি আরও জানান, যেহেতু রাজ্যে বর্ষা প্রবেশ করেছে, তাই মাঝেমাধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ দু'দিন পর অর্থাৎ শুক্রবার থেকে 2-4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

এর মধ্যে সাময়িক বিরতি নিয়ে বৃষ্টি তার নিজের ছন্দে ফিরছে উত্তরবঙ্গে ৷ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা, তার সঙ্গে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ এছাড়া দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ।" সতর্কবার্তা হিসেবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান- এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷

আরও পড়ুন: মঙ্গলে আর্থিক লাভ কোন রাশির; জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে আকাশ মেঘলা ছিল ৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দিনজুড়ে ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সাড়ে 3 ডিগ্রী কম। সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 15.8 মিলিমিটার ৷ আজ বুধবার দিনের আকাশ মেঘলাই থাকবে । কযেক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Jun 28, 2023, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details