পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে ৷ আজও তেমনটাই হবে ৷ তবে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আঞ্চলিক হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে এবার বৃষ্টি কমবে ৷

ETV Bharat
দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি হবে

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 9:31 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর:"ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে আমার বাড়ির মাথায়/বৃষ্টি পড়ে ফুলের ওপর যত গাছের পাতায়/ বৃষ্টি পড়ে পথে ঘাটে মাঠ করে থই থই/বৃষ্টির জল সব খানেতে, আমার মাথায় কই ।" বর্ষার ছড়া ভাদ্র মাসে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে ৷ তবে ভারী কিংবা অতিভারী বৃষ্টি হচ্ছে না ৷ বৃহস্পতিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় উপকূলে ৷ আজ শুক্রবারও ছবিটা কার্যত একই থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক উমাকান্ত সাহা ৷

তিনি বলেন, "আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে ৷ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সব জেলায় ৷ শনিবার, 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে ৷ আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া- এই জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ৷" উত্তরবঙ্গেও কমছে বৃষ্টি।

দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামী কয়েকদিন চললেও উত্তরবঙ্গে বৃষ্টি কমবে ৷ এবং তা কমতে শুরুও করেছে ৷ আবহবিদ উমাকান্ত সাহা বলেন, "উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।" দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু'দিন একই রকম থাকবে ৷ তবে দু'দিনের পর রবিবার থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দু'দিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আছে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের ক্ষেত্রে পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়া মূলত মেঘলা আকাশ ৷ তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

আরও পড়ুন: দাম্পত্য কলহে সংসারে অশান্তি কোন রাশির, দেখে নিন রাশিফলে

বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ এবং সর্বনিম্ন 79 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 29.7 মিলিমিটার ৷

ABOUT THE AUTHOR

...view details