কলকাতা, 19 সেপ্টেম্বর: নির্বিঘ্নেই কাটল বিশ্বকর্মা পুজো ৷ দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাসের প্রভাব সোমবার সেভাবে দেখা যায়নি ৷ বিশ্বকর্মা, গণেশ চতুর্থী মানেই দুয়ারে উৎসব ৷ তার আগে মেঘ-বৃষ্টি-রোদের ত্রিবেণী সঙ্গমে দক্ষিণবঙ্গের মাটি ভিজবে, এটাই পূর্বাভাস ছিল ৷ এদিকে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ৷ ঘুড়ি ওড়ানোর আনন্দে কাঁটা হয়ে ওঠেনি ৷
বাংলা ক্যালেন্ডারের আশ্বিনে পা ৷ আলিপুর বর্ষা বিদায়ের কথা বলেনি ৷ তবে চলতি মরশুমে বৃষ্টি তার ইনিংস শেষ করার পথে বলেই মনে করা হচ্ছে ৷ এবার বেলাশেষের বর্ষা কতটা চালিয়ে খেলে সেটাই দেখার ৷ তবে পূর্বাভাস, আজ ও বুধবার, 19-20 সেপ্টেম্বর বৃষ্টি বেশি হবে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে 15-18 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকলেও আজ 19 তারিখ থেকে ফের বৃষ্টি বাড়বে ৷
পয়লা জুন থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি 25 শতাংশ ৷ বৃষ্টি ঝোড়ো ইনিংস খেললেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কম ৷ উত্তরবঙ্গে ছবিটা অবশ্য উলটো ৷ সেখানে বৃষ্টি উদ্বৃত্ত ৷ আলিপুর আবহাওয়া অফিসের হিসেবে, বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হয়েছে ৷ যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা দূরত্ব বাড়িয়েছে ৷ বর্তমানে তা মধ্যপ্রদেশের পূর্ব দিকে অবস্থান করছে ৷ মৌসুমী অক্ষরেখা ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়েই রয়েছে ৷ সোমবার, 18 তারিখ থেকে বৃষ্টি বৃদ্ধির কথা থাকলেও তা সেভাবে মেলেনি ৷