কলকাতা, 23 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টিতে ভাদ্রে শ্রাবণের আশ্বাস । নিম্নচাপ বাংলার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে । তবুও হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের আপাত সঙ্গী । যা থেকে বঞ্চিত হবে না শহর কলকাতাও (IMD Kolkata Weather Update generally cloudy sky with one or two spells of rain very likely) ।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে । শনিবারের পর ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে । উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "মৌসুমী অক্ষরেখা এখন আমাদের রাজ্যের দিঘার উপর দিয়ে যাচ্ছে । এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । আজ অর্থাৎ মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা এবং হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ 24 তারিখ অর্থাৎ বুধবারও তা বজায় থাকবে । 25 তারিখ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে । উত্তরবঙ্গে 27 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । তার আগে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে ।"