কলকাতা, 20 অগস্ট: দমকা হাওয়ায় অস্বস্তিকর গরম উধাও । ভাদ্রর শুরুতে বাতাসে বর্ষাকালের চেনা ছবি । দেরিতে হলেও নিম্নচাপের হাত ধরে বর্ষার প্রত্যাশিত ধারাস্নানে ঘাটতিপূর্ণ বৃষ্টির বাজেট অনেকটাই কমবে । শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টির জের বাড়তে থাকে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় তাপমাত্রার পারদের পতন হয়েছে । রাতেও কয়েক পশলা বৃষ্টি হয়েছে (IMD Kolkata Weather Update generally cloudy sky with one or two spells of rain very likely)।
কলকাতা এবং তার আশপাশে শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.7 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ । শনিবার নিম্নচাপের রেশ ধরে দিনের আকাশ মেঘলা থাকবে । কয়েক পশলা বৃষ্টি হবে । দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
নিম্নচাপের বৃষ্টিতে আবহাওয়া কেমন যাবে, জানালেন আলিপুরের আবহাওয়াবিদ সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় আরও পড়ুন: উপকূলের বিস্তীর্ণ এলাকার বাঁধের অবস্থা ভালো নয়, উৎকণ্ঠার প্রহর গুনছে নবান্ন
আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বৃষ্টিপাতে ধান-পাটের চাষে উপকার হবে । তবে সবজি চাষে প্রভাব পড়তে পারে । রাতের পরে ধীরে ধীরে হওয়ার গতি কমে 40-50 কিলোমিটারে নেমেছে এবং দমকা হাওয়ার বেগ 60 কিলোমিটার । কলকাতা-হুগলি-হাওড়াতে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । 20 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের ।
এই বৃষ্টিতে ধান এবং পাট চাষে সাহায্য হবে । দক্ষিণবঙ্গে এখন বর্ষার ঘাটতি 34 শতাংশ ৷ যদিও পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ঘাটতি অনেকটাই কমেছে । কলকাতায় 43 বৃষ্টির ঘাটতি রয়েছে । ঝোড়ো হাওয়ায় দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । দিঘা, মন্দারমণি, শংকরপুর, গঙ্গাসাগরে পর্যটকদের নামতে নিষেধ করা হচ্ছে ।