কলকাতা, 2 সেপ্টম্বর:5 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update)। মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন হওয়াতেই বৃষ্টি ফের উত্তরমুখী । উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে । জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা হিসেবে লাল সতর্কতা জারি করা হয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা । দুই দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।
আগামিকাল উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে । হলুদ সতর্কতা জারি উত্তর দিনাজপুরের জন্য । রবিবার 4 সেপ্টেম্বর কমলা সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে । ওই দিন হলুদ সতর্কতা দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরে জারি হয়েছে । 5 সেপ্টেম্বর সোমবার হলুদ সতর্কতা কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে জারি হয়েছে । চলতি মাসের প্রথম পাঁচদিনই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । চলতি বছরে বৃষ্টির অভাবে কখনও পড়তে হয়নি উত্তরবঙ্গকে । ফলে উদ্বৃত্ত বৃষ্টি পাহাড় সংলগ্ন উত্তরবঙ্গ জুড়ে । বিপরীত ছবি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । বিশেষ করে দক্ষিণবঙ্গে ।