পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আগামী তিনদিনে বৃষ্টি কমবে দক্ষিণে, উত্তরে হালকা থেকে মাঝারি বারিধারা - আলিপুর

বৃষ্টির ঘাটতি কবে মিটবে, তা জানেন আবহবিদরাও ৷ বর্ষার শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন একটা হয়নি ৷ এখনও তেমনটাই চলছে (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon Forecast
দক্ষিণে মেঘলা আকাশ

By

Published : Jul 27, 2022, 7:08 AM IST

কলকাতা, 27 জুলাই: বৃষ্টি সামান্যই, তবু স্বস্তি দক্ষিণবঙ্গে । রবিবার এবং সোমবার আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হয়েছিল । মঙ্গলবার তাও হয়নি । অথচ গত তিনদিন বৃষ্টি সেভাবে না-হলেও অস্বস্তি ধরা দেয়নি । জুনের পরে জুলাইতেও যেভাবে বৃষ্টি হয়েছে, তার পারফরম্যান্স গ্রাফ নীচের দিকে নিয়ে যাচ্ছে ৷ তাতে ঘাটতি মেটানো দায়, মানছেন আবহবিদরা (IMD Kolkata Weather Forecasts Partly Cloudy Sky with rain likely to occur) ।

আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত একইরকম পূর্বাভাসের কথাই জানিয়েছে হাওয়া অফিস । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, "এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের উপর যে মৌসুমী অক্ষরেখা রয়েছে, তা অনেকটা দূরে । ওড়িশার বালেশ্বরের কাছে মৌসুমী অক্ষরেখাটি রয়েছে । এছাড়া মধ্যপ্রদেশের উপরে ঘূর্ণাবর্ত ছিল, সেটাও রাজস্থানের কাছাকাছি চলে গিয়েছে । ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে এবং আগামী 3 দিন বৃষ্টি অনেকটাই কমে যাবে । পাশাপাশি তাপমাত্রাও বাড়বে ।"

রাজ্যে ঝড় বৃষ্টি হবে, কী বললেন আলিপুরের অধিকর্তা গণেশচন্দ্র দাস ?

আরও পড়ুন:ডেঙ্গি নিয়ে জেলার বেসরকারি ল্যাবগুলোকে কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ছিল তাপমাত্রা 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ ৷ আজ কলকাতা ও আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ 29 ও 30 জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিকটা বাড়বে । উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হচ্ছে ৷ অন্য সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী তিনদিন ।

ABOUT THE AUTHOR

...view details