আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে জানালেন পূর্বাঞ্চলী অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কলকাতা, 18 জুলাই: আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গ- কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ দক্ষিণবঙ্গে শুধুমাত্র 21 জুলাই একটু বেশি বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাকে ভারী বৃষ্টি বলা যাবে না ৷ এই বর্ষায় দক্ষিণবঙ্গে বৃষ্টির 36 শতাংশ ঘাটতি রয়েছে ৷ বিশেষত দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এবং কলকাতাতেও পর্যাপ্ত বৃষ্টি হয়নি ৷ আগামী পাঁচ দিনের ভারী বৃষ্টি না-হওয়ায় এই ঘাটতি মেটার সম্ভাবনাও নেই ৷ দুই বঙ্গে এই পাঁচ দিনে তাপমাত্রাও একই থাকবে ৷
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে ৷ এমনিতেই বর্ষা অনেকটা দেরিতে শুরু হয়েছে ৷ পরবর্তীকালে দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনও বৃষ্টি হবে না ৷ তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বজায় থাকবে আগামী পাঁচ দিন ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই পূর্বাভাস জানিয়েছেন ৷
আরও পড়ুন: বিবাহের সম্ভাবনা মীনের, কাজের চাপ তুলার; বাকিদের ভাগ্যে কি আছে জানুন রাশিফলে
বাংলা ক্যালেন্ডারে আষাঢ় শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হচ্ছে আজ ৷ এই দু'মাস বাংলায় ভরা বর্ষা ৷ সেইসময় ঘাটতিপূর্ণ বর্ষা হলে ধান চাষের ক্ষতি হবে বলে আশঙ্কা আছে, জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা থাকলেও তার প্রভাব বঙ্গে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷ তবে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাসে কৃষকদের জন্য সুখবর নেই ৷
এদিকে বর্ষার শুরু থেকে এখনও পর্যন্ত উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে ৷ তাই এই পাঁচদিন সেভাবে বৃষ্টি না-হলেও বৃষ্টির ঘাটতি হবে না ৷ এর আগে হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ৷ এখন জানা যাচ্ছে, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিই দক্ষিণবঙ্গের জন্য বরাদ্দ ৷ টানা বৃষ্টি যা বর্ষাকালে স্বাভাবিক, তা দক্ষিণবঙ্গে দেখা যাবে না ৷
আরও পড়ুন: সোনিয়ার অনুরোধে নৈশভোজে 30 মিনিট ছিলেন মমতা
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমই অব্যাহত থাকবে ৷ ব্যতিক্রম হবে না কলকাতাতেও ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি 27.5 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ এবং সর্বনিম্ন 72 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কয়েক পশলা বৃষ্টি হতে পারে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷