কলকাতা, 6 সেপ্টেম্বর: বজ্র গর্ভ মেঘের সঞ্চার হওয়ায় বৃষ্টির আবহ তৈরি হয়েছে । এর জেরে হওয়া কয়েক পশলা বৃষ্টিতে কিছুটা কমছে গরম। ভাদ্র মাসের অস্বস্তিকর আদ্রতামাখা গরমে প্রাপ্তি শুধু এটাই । আলিপুর আবহাওয়া দফতর আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দিচ্ছে না । বর্ষাকালের শেষবেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই বলছে আবহাওয়া দপ্তর (West Bengal Weather Update)।
হাওয়া অফিসের কর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে । দু-এক জায়গায় কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘণ্টায় উপরের পাঁচটা জেলাতে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । পরবর্তী চারদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে । আর তাই তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ।"