কলকাতা, 27 অগস্ট: ক্রমেই কমছে বৃষ্টিপাত । ফলে গরম বাড়ছে পাল্লা দিয়ে । অস্বস্তিকর গরম আবার সঙ্গী বঙ্গের । আলিপুর আবহাওয়া অফিস বলছে চলতি মরশুমে বৃষ্টির ঘাটতি রয়েছে । নিম্নচাপের বৃষ্টি তার ব্যবধান কমালেও তা রয়ে গিয়েছে (IMD Kolkata Weather forecasts partly cloudy sky with one or two spells of rain) ।
হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "27 এবং 28 অগস্ট, শনি-রবি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 29 তারিখ, সোমবার থেকে ফের বৃষ্টি কমে যাবে । এই দুই দিন হালকা বৃষ্টি হবে ।"
হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণে আরও পড়ুন: সপ্তাহান্তে কেমন যাবে দিন, জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা । 27-28 অগস্ট, আজ ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে । এই দু'দিন বিশেষত উত্তরের উপরের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । 29, 30 তারিখ, সোম ও মঙ্গল উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে । কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে শনি-রবিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ।
শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়নি । শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷