কলকাতা, 28 জুলাই: দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব আরও জোরালো হচ্ছে । ফলে শ্রাবণ মাসে বর্ষার পারফরম্যান্স গ্রাফ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপরের দিকে ওঠার সম্ভাবনা কার্যত নেই । যদিও ক'দিন সাময়িক বিরতির পরে বৃষ্টি ফের জোরালো ইনিংস খেলার ইঙ্গিত উত্তরবঙ্গের আকাশে দেখাতে শুরু করেছে । পাহাড় এবং সমতলের মধ্যে বৃষ্টির এই বৈষম্যে জেরবার মানুষ (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with one or two spells of rain) ।
আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, "মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে ঝাড়গ্রাম হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে । এই মৌসুমী বায়ুর শক্তি সেভাবে নেই ৷ বিশেষত দক্ষিণবঙ্গের উপর দিয়ে শক্তি অনেক দুর্বল । তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিছু কিছু জায়গায় সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী চার-পাঁচ দিন ।"