পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণে শুধুই বিক্ষিপ্ত বৃষ্টি - Rain

দক্ষিণবঙ্গের কপালে বৃষ্টির সম্ভাবনা দিনে দিনে কমছে ৷ এদিকে উত্তরে আবারও ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস ৷ ভরা বর্ষাতেও প্রায় শুকনো দক্ষিণবঙ্গ (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon Forecasts
রাজ্যে বর্ষা

By

Published : Jul 28, 2022, 7:02 AM IST

কলকাতা, 28 জুলাই: দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব আরও জোরালো হচ্ছে । ফলে শ্রাবণ মাসে বর্ষার পারফরম্যান্স গ্রাফ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপরের দিকে ওঠার সম্ভাবনা কার্যত নেই । যদিও ক'দিন সাময়িক বিরতির পরে বৃষ্টি ফের জোরালো ইনিংস খেলার ইঙ্গিত উত্তরবঙ্গের আকাশে দেখাতে শুরু করেছে । পাহাড় এবং সমতলের মধ্যে বৃষ্টির এই বৈষম্যে জেরবার মানুষ (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with one or two spells of rain) ।

আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, "মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে ঝাড়গ্রাম হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে । এই মৌসুমী বায়ুর শক্তি সেভাবে নেই ৷ বিশেষত দক্ষিণবঙ্গের উপর দিয়ে শক্তি অনেক দুর্বল । তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিছু কিছু জায়গায় সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী চার-পাঁচ দিন ।"

আরও পড়ুন: কোন কোন রাশির গ্রহ-নক্ষত্রের অবস্থান শুভ জানুন রাশিফলে

তবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । এই মুহূর্তে সতর্কবার্তা বলতে শুধুমাত্র উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ।"

রাজ্যের উত্তর ও দক্ষিণে কেমন আবহাওয়া ? জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33.8 ডিগ্রি এবং 27.3 ডিগ্রি সেলসিয়াস, দুটোই স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 92 শতাংশ । ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত গরম অনুভূত হয়েছে । বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলাই থাকবে । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details