কলকাতা, 21 জুলাই: মেঘ যেখানে, বৃষ্টিও শুধু সেখানে ৷ এটাই এখন বঙ্গজুড়ে আবহাওয়ার পূর্বাভাসের ওয়ান লাইনার ৷ বৃষ্টি নেই, এদিকে তাপমাত্রাও সহ্যসীমা ছাড়িয়ে যায়নি ৷ এই অবস্থায় আর্দ্রতাজনিত গরম অস্বস্তি বাড়াচ্ছে ৷ আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে, তা স্বস্তির বদলে শঙ্কার ৷ ইতিমধ্যে রাজ্যজুড়ে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে ৷ দক্ষিণবঙ্গেই শুধু নয়, পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির কম হয়েছে ৷ বৃষ্টির ঘাটতিতে দক্ষিণবঙ্গে ধান চাষ-সহ কৃষি ক্ষেত্রে ক্ষতি হতে পারে ৷
আগামী পাঁচদিন সেভাবে বৃষ্টি না-হওয়ায় এই ঘাটতি কমার কোনও সম্ভাবনা নেই ৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৫ দিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ বৃষ্টি হলেও তা 5-10 মিনিটের জন্য স্থায়ী হবে ৷ একটানা বৃষ্টির হবে না ৷ দিনের প্রথম ভাগে আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন ছিল তেমনই থাকবে ৷ তিনি আরও জানান, বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি চলবে ৷ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷
আরও পড়ুন:জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ