কলকাতা, 14 জুলাই: বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার কথা, তবে সেসব এখন খাতায়-কলমে । দিনের মধ্যে কয়েক পশলা বৃষ্টি মিলছে ৷ ব্যস, ওই পর্যন্তই । পরিস্থিতি এমনই যে, আষাঢ়ের বেলাশেষে বর্ষার ধারাস্নান জোরালো হওয়ার ইঙ্গিত নেই । আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বললেন, "এখন টানা বৃষ্টির সম্ভাবনা নেই । আগামী 4-5 দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ একটু বেশি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরে ।"
জুনে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে । দু'দফায় বৃষ্টির তোড় এতটাই ছিল যে জুনের শেষে 60 শতাংশ উদ্বৃত্ত ছিল । তা এখন কমতে-কমতে 14 শতাংশে এসে পৌঁছেছে । সাময়িক বিরতির পর 18 জুলাইয়ের পর থেকে ফের উত্তরে বৃষ্টি বাড়বে । বিশেষত উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে 13 জুলাই পর্যন্ত বৃষ্টির ঘাটতি 47 শতাংশ । পরবর্তী কয়েকদিনে সেই ঘাটতি কতটা বাড়বে, তা আবহবিদরা সঠিক বলতে পারছেন না (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with one or two spells of rain likely to occur) ।