পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 18, 2022, 6:39 AM IST

ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে বিক্ষিপ্ত ! দুই জলচ্ছবি বঙ্গের বর্ষার ক্যানভাসে

মৌসুমী অক্ষরেখা অনেকটা দক্ষিণে থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম ৷ তবে উত্তরে ঝেঁপে বৃষ্টি আসছে (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update news
উত্তরে ঝেঁপে বৃষ্টি আসছে

কলকাতা, 18 জুলাই: বিক্ষিপ্ত বৃষ্টিতে বর্ষার স্বাদ দু'রকমভাবে উপভোগ করছেন পশ্চিমবঙ্গবাসী । মেঘকালো আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি বোধহয় দক্ষিনবঙ্গের কপালে নেই । তাই কয়েক পশলা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে । আংশিক মেঘলা আকাশ এবং রোদের লুকোচুরিতে ভ্যাপসা গরম অনুভূত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে থেকে যাচ্ছে । আরব সাগর থেকে উত্তর ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা । এর ফলে দক্ষিণবঙ্গে সেই অর্থে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কিন্তু উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ কাল থেকে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।"

আরও পড়ুন: বর্ষা মানেই ডেঙ্গুর ভয় ! জেনে নিন উপসর্গ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ । ফলে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে । সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details