পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: নিম্নচাপের হাত ধরে মিলবে শরতের হিমের পরশ? - SKY WITH ONE OR TWO SPELLS OF RAIN IN SOUTH BENGAL

আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই বৃষ্টি হবে । আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় । 11 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি (West Bengal Weather Update)।

West Bengal Weather Update
নিম্নচাপের হাত ধরে ফিরবে শরতের হিমের পরশ

By

Published : Sep 10, 2022, 7:00 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: শরৎকাল এলেও হিমের পরশ এসি ঘর ছাড়া অন্য কোথাও আসেনি । আদ্রতাজনিত গরমে জেরবার অবস্থা জনজীবনের । তবে এরমধ্যে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় পরিস্থিতি বদল হওয়ার আশা দেখা যাচ্ছে । আলিপুর আবহাওয়া দফতরের (Regional Meteorological Centre Kolkata) পূর্বাভাসে আরও স্পষ্ট হল সেই ইঙ্গিত (West Bengal Weather Update) ।

উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে । আগামী 36 ঘণ্টায় সেটির শক্তি বাড়াবে কিন্তু অবস্থান অপরিবর্তিত থাকবে । এর ফলে 10 থেকে 13 অর্থাৎ আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই বৃষ্টি হবে । আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের নিকটবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় । আাগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে । দক্ষিণবঙ্গের সব জায়গাতেই 11 তারিখ ও 12 তারিখ বৃষ্টির সম্ভবনা আছে ।

নিম্নচাপের হাত ধরে ফিরবে শরতের হিমের পরশ

আরও পড়ুন:আজ কেমন কাটবে দিন জানুন ইটিভি ভারত রাশিফলে

তিনি আরও জানান, 12 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে । 11 তারিখ পশ্চিমের জেলা বাদ দিয়ে সব জেলাতেই ভারী বৃষ্টি হবে । 12 তারিখের পর থেকে ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে । উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে । বিশেষ করে দুই দিনাজপুর ও মালদায় 12 এবং 13 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপটি সমুদ্রের উপর থাকায় উপকূল এলাকায় 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে । আর তাই মৎস্যজীবীদের 10 থেকে 13 তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে । দু'দিন আগে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল । এই নিম্নচাপের ফলে তাপমাত্রা অনেকটা কমে যাবে । আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 94 শতাংশ । শনিবার নিম্নচাপের ভ্রুকুটি জোরালো হবে বলে দিনের আকাশ মূলত মেঘলাই থাকতে চলেছে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও । শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details