পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আজ থেকে বঙ্গে বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি, আকাশ অংশত মেঘলা - কলকাতার আবহাওয়া

গ্রীষ্মকালের শুরুতে এমন সময় ঝড়, বৃষ্টি হয়ে থাকে ৷ হাওয়া অফিস যাকে কালবৈশাখী বলে ৷ রাজ্যে তেমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর ৷ এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে (West Bengal Weather) ৷

Bengal Weather
মেঘলা আকাশ

By

Published : Mar 15, 2023, 7:18 AM IST

কলকাতা, 15 মার্চ: কালবৈশাখী আসছে ? পূর্বাভাস তেমনটাই ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বঙ্গে ৷ ফলে বাড়তে থাকা তাপমাত্রার ঊর্ধ্বগতিতে হয়তো রাশ পড়বে ৷ চলতি মাসটা কালবৈশাখীর মাস ৷ গত বছর দেখা না-পাওয়া গেলেও চলতি বছরে চৈত্র মাসের শুরুতে বঙ্গের আকাশে কালবৈশাখীর আভাস ৷ অন্তত আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস তাই বলছে (IMD Kolkata forecasts of Northwesterly wind in Bengal) ৷

আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভবনা আছে ৷ শুধু আমাদের পূর্ব দিকের কয়েকটি জেলা- মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির হতে পারে ৷ আজ 15 তারিখ থেকে পশ্চিমে জেলাগুলি- ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ৷ পাশাপাশি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার, প্রতি ঘণ্টা গতিবেগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বইবে ৷"

তিনি আরও জানিয়েছেন, আগামিকাল 16 মার্চ থেকে এটা বাড়বে ৷ 17 মার্চ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ সেই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ৷ এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইবে ৷ 18 এবং 19 মার্চ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ৷ এই পর্বটা 21 মার্চ পর্যন্ত জারি থাকার সম্ভবনা রয়েছে ৷

আরও পড়ুন: স্বাস্থ্য ভালো যাবে মীনের, কর্মক্ষেত্রে কাজের চাপ মেষের; জেনে নিন বাকিদের রাশিফল

কলকাতার ক্ষেত্রে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রসঙ্গে সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে 16 মার্চ থেকে এই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার, প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে । একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ আগামী দু'দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই ৷ বৃষ্টিপাত শুরুর পর দিন থেকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে ৷"

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়াতেও বিশেষ কোনও পরিবর্তন নেই ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু'দিন উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ দু-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে ৷"

মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে ৷ তা আরও ক'দিন থাকবে ৷ আকাশের এই মেঘলা ভাব বাড়বে ৷ কারণ ঝাড়খণ্ডের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে ৷ এর প্রভাবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ অংশত মেঘলা ৷ কোথাও কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: জামিনের আবেদন ভুলে চোখের ইশারাতেই শুনানি কাটল পার্থ-অর্পিতার

ABOUT THE AUTHOR

...view details