কলকাতা, 9 এপ্রিল: আইপিএলের মেজাজে তাপমাত্রা ৷ চৈত্র মাসে যেভাবে তাপমাত্রার স্ট্রাইকরেট বাড়াচ্ছে তাতে লজ্জায় পড়তে হতে পারে বৈশাখ মাসকে ৷ দু'দিন আগে তাপপ্রবাহের শঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছিল আলিপুর হাওয়া অফিস ৷ কালবৈশাখীর ন্যূনতম সম্ভাবনা নেই ৷ ধাপে ধাপে চড়তে থাকবে দহনের পারদ ৷ সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷
সকাল থেকেই তাপমাত্রা টি টোয়েন্টির মেজাজে ব্যাটিং শুরু করছে ৷ সকাল আটটা বাজতে না বাজতেই চাঁদিফাটা গরমে বাইরে থাকা দায় হয়ে উঠেছে ৷ উত্তর ও মধ্য ভারত থেকে গরম বাতাস হু হু করে বাংলায় প্রবেশ করছে, যার জেরে শুষ্ক হাওয়ায় বঙ্গে গরমের চরিত্র বদল ৷ আলিপুর হাওয়া অফিসের আবহাওয়া বিশেষজ্ঞ দেবব্রত বন্দোপাধ্যায় বলেন, "আগামী 72 ঘণ্টায় তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে ৷ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এই বৃদ্ধির হার তুলনায় সামান্য বেশি থাকার প্রবণতা রয়েছে ৷ 13 এপ্রিল পর্যন্ত কলকাতার তাপমাত্রা বেড়ে 39 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে ৷ 14 তারিখের পর তা 40 ডিগ্রিতে পৌঁছতে পারে ।" তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে, যা চৈত্র মাসে রেকর্ড ৷ শুধুমাত্র দার্জিলিংয়ে রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রাজ্যে বাকি অংশে শুষ্ক গরম ৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ৷