কলকাতা, 7 মে :দক্ষিণ আন্দামান সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে । প্রাথমিকভাবে নিম্নচাপটি উত্তরে ও পশ্চিমে অগ্রসর হবে এবং আজ সন্ধেয় গভীর নিম্নচাপে পরিণত হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । রবিবার 8 মে সন্ধেয় আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে । সেটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে 10 মে মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে । অর্থাৎ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে (IMD Kolkata Weather Forecasts of forming depression in South Andaman Sea today) ।
আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন । সতর্কতা হিসেবে মৎস্যজীবীদের 10 তারিখের পর থেকে ফের নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে । দক্ষিণবঙ্গে এখন প্রাক-মরশুম মৌসুমী চলছে । ফলে আজ এবং আগামিকাল বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পরিমাণ কমবে । 9 মে সোমবার থেকে দক্ষিণে ফের ঝড়বৃষ্টি শুরু হবে । 10 মে মঙ্গলবার থেকে তা বাড়বে এবং চলবে 13 মে পর্যন্ত । প্রথমদিকে বেশি বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলাগুলোতে ৷
আরও পড়ুন : ল্যান্ডফলের সময় যশের গতিবেগ ছিল ঘণ্টায় 130-140 কিমি, জানাল আবহাওয়া দফতর
উত্তরবঙ্গেও এই নিম্নচাপের প্রভাব পড়বে । প্রথম দিকে উপরের পাঁচটি জেলায় এবং পরের দিকে বাকি জেলাগুলোতেও ঝড়বৃষ্টি হবে, জানিয়েছে হাওয়া অফিস । তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই দুই বঙ্গে । তাপমাত্রার বিশেষত সর্বোচ্চ তাপমাত্রার বৃদ্ধি স্বাভাবিকের নিচে থাকবে বলে জানিয়েছেন সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় ।
সাম্প্রতিক সময়ে ঘনঘন ঘূর্ণিঝড়ের দাপট সামলাতে হচ্ছে বাংলাকে । উপ-অধিকর্তা বলেন, "ঘূর্ণিঝড় বর্ষার আগে এবং বর্ষার পরে হয়ে থাকে । বর্ষাকালে ঘূর্ণিঝড় উপকূলের কাছে তৈরি হওয়ায়, তা বড় হতে পারে না । কিন্তু প্রাক-বর্ষার সময় অর্থাৎ এপ্রিল, মে মাস বা বর্ষা-পরবর্তী সময় অর্থাৎ অক্টোবরে আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে অনেকটা পথ পাড়ি দেয় । ফলে তীব্রতা বাড়ে । তবে সাম্প্রতিক সময়ে বর্ষাকালেও ঘূর্ণিঝড়ের নজির রয়েছে ।
শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 27 সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ৷