পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: তাপপ্রবাহের পরিস্থিতিতে সতর্কতার বার্তা, চলতি সপ্তাহে পুড়বে বাংলা - এপ্রিলেই জ্বলছে রাজ্য

কলকাতায় এপ্রিল মাসে তাপমাত্রা চল্লিশে পৌঁছয় ৷ তবে একটানা এতদিন ধরে এমন শুষ্ক গরম রাজ্যের জন্য নতুন ৷ আগামী কয়েক দিনে বৃষ্টি হবে না, কালবৈশাখীর দেখাও মিলবে না বলে জানিয়েছে আলিপুর ৷ 40 ডিগ্রি পেরলেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হবে ৷

Summer
গরম

By

Published : Apr 11, 2023, 6:51 AM IST

Updated : Apr 11, 2023, 7:24 AM IST

রাজ্যের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে পূর্বাভাস দিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 11 এপ্রিল: চাঁদিফাটানো গরমে পুড়ছে বাংলা ৷ আগামী কয়েকদিনও পুড়বে ৷ ঘামহীন, দক্ষিণী বাতাসহীন কাঠখোট্টা গরম শেষ কবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা গিয়েছে, তা সহজে মনে পড়বে না হয়তো ৷ শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গেও এই দাবদাহ চলছে ৷ স্বাস্থ্যদফতরও ইতিমধ্যে হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ৷ বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খুব প্রয়োজন না থাকলে বাইরে বেরতে নিষেধ করা হচ্ছে ৷ ছাতা, টুপি, রোদ চশমা, হালকা ধরনের পোশাক পরা এবং প্রচুর পরিমাণে জল, ওআরএস খাওয়ার কথা জানানো হয়েছে ।

আলিপুর হাত্তয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার দুপুর আড়াইটের সময় সল্টলেকের তাপমাত্রা রাজ্যে দ্বিতীয় স্থানে ছিল ৷ আগামী 5-7 দিন টি-টোয়েন্টির মেজাজে গরম বঙ্গে ব্যাটিং করবে ৷ তার স্ট্রাইকিং রেট দেশের উত্তর-মধ্য ভারতকেও পাল্লা দিতে পারে ৷ আধিকারিক বলেন, "সোমবার 38 ডিগ্রিতে পৌঁছেছে সল্টলেকের তাপমাত্রা ৷ কলকাতার জন্য কঠিন দিন আসছে ৷ 10 এপ্রিল অর্থাৎ সোমবার থেকে শুষ্ক গরম বাতাসের প্রভাব বেশি করে পড়তে শুরু করেছে ৷ এখন স্বাভাবিকের থেকে 1-3 ডিগ্রি বেশি হবে ৷ আরও 2-3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ গরম এতটাই শুষ্ক যে ঘাম হবে না ৷ পার্বত্য এলাকা বাদ দিলে উত্তরের সমতলেও তীব্র গরম, যা পয়লা বৈশাখ পর্যন্ত চলবে ৷ কলকাতায় শেষ বৃষ্টি হয়েছে 1 এপ্রিল ৷ আগামী 5 দিন কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই ৷ আমরা প্রায় 9 দিন বৃষ্টি ছাড়া আছি ৷ আপাতত কালবৈশাখী হবে না ৷"

সুস্থ থাকার ব্যাপারে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "শিশু, বয়স্ক এবং আগে থেকে অসুস্থ যারা, তাদের মাসল ক্র‌্যাম্প-সহ একাধিক উপসর্গের সতর্কতা জারি করা হয়েছে ৷ ঘন ঘন জল খেতে হবে ৷ জেলায় জেলায় এখনই তাপমাত্রা 37-38 ডিগ্রিতে পৌঁছেছে ৷ বেশ কিছু জায়গায় খুব দ্রুত 40 ছুঁয়ে ফেলবে ৷ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷" প্রকৃত তাপপ্রবাহ শুরু হলে আলিপুর ফের সতর্কতা জারি করবে বলে জানিয়েছে ৷ সাধারণত, তাপমাত্রা 40 পেরলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয় ৷ তখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তারও বেশি হবে ৷

কলকাতায় এপ্রিলে 40 ডিগ্রি নতুন না হলেও একটানা এই গরমটা অন্যরকম ৷ ঘরের মধ্যেও হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে ৷ এই প্রসঙ্গে আবহাওয়াবিদ বলেন, "একাধিক জেলায় 48 থেকে 72 ঘণ্টার মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়াবে ৷ তখন তাপপ্রবাহের সতর্কতা জারি করব ৷ পশ্চিম ও উত্তর ভারত থেকে শুষ্ক তপ্ত হাওয়া প্রবেশের ফলেই এই পরিস্থিতি ৷" সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ, সর্বনিম্ন 29 শতাংশ ৷ আজ মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 ডিগ্রি ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: প্রেম জীবন ঘটনাবহুল তুলার , বাকি কপালে কী আছে জানুন রাশিফলে

Last Updated : Apr 11, 2023, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details