কলকাতা, 18 অক্টোবর: নিঁখুত আবহাওয়ার পূর্বাভাস দিতে হাওয়া অফিসের রাডার পরিকাঠামোয় বদল নিয়ে আসছে দেশের আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । হুদহুদ, আমফান, আয়লার মত সাইক্লোনের সঠিক পূর্বাভাস দিতেই এই সংস্কার বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র । গত কয়েকদিন ধরে সাইক্লোন ধেয়ে আসছে বলে খবর শোনা যাচ্ছে ।
মৃত্যুঞ্জয় মহাপাত্রের পাশে বসে আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, আগামী 20 তারিখ আন্দামান এবং উত্তর আন্দামান সাগরের ওপর একটি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে । তারপর 21 তারিখ সুষ্পষ্ট নিম্নচাপ এবং 22 তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । এরপর এই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে এই সাইক্লোনটিকে সুপার-সাইক্লোন বলার সময় আসেনি ।