পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: সাইক্লোনের হাত ধরে নিম্নচাপের শঙ্কা, ভিজতে পারে আলোর উৎসব

আগামী 20 তারিখ আন্দামান এবং উত্তর আন্দামান সাগরের ওপর একটি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে । 21 এবং 22 তারিখ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । এরপর এই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update)।

West Bengal Weather Update
সাইক্লোনের হাত ধরে নিম্নচাপের শঙ্কা

By

Published : Oct 18, 2022, 6:56 AM IST

কলকাতা, 18 অক্টোবর: নিঁখুত আবহাওয়ার পূর্বাভাস দিতে হাওয়া অফিসের রাডার পরিকাঠামোয় বদল নিয়ে আসছে দেশের আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । হুদহুদ, আমফান, আয়লার মত সাইক্লোনের সঠিক পূর্বাভাস দিতেই এই সংস্কার বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র । গত কয়েকদিন ধরে সাইক্লোন ধেয়ে আসছে বলে খবর শোনা যাচ্ছে ।

মৃত্যুঞ্জয় মহাপাত্রের পাশে বসে আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, আগামী 20 তারিখ আন্দামান এবং উত্তর আন্দামান সাগরের ওপর একটি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে । তারপর 21 তারিখ সুষ্পষ্ট নিম্নচাপ এবং 22 তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । এরপর এই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে এই সাইক্লোনটিকে সুপার-সাইক্লোন বলার সময় আসেনি ।

সাইক্লোনের হাত ধরে নিম্নচাপের শঙ্কা

আরও পড়ুন:মার্কেটিং কাজের যুক্ত ব্যক্তিদের কেমন কাটবে দিন জানুন রাশিফলে

তিনি আরও জানান, সাইক্লোনের হাত ধরে নিম্নচাপ সৃষ্টি এবং তার জেরে ফের বৃষ্টির পূর্বাভাস । বর্ষা বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়ছে না এবং তা আলোর উৎসবের আবহ মাটি করতে পারে তার ইঙ্গিত হাওয়া অফিসের । সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা 80 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি । মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্বল । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details