কলকাতা, 7 অগস্ট: মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টি । হঠাৎ বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন । ভ্যাপসা গরমে অস্বস্তি হলেও সাময়িক বৃষ্টি স্বস্তি দেয় বটে । কিন্তু কাঙ্খিত ভারী বৃষ্টি কবে ? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে তা বেশি দূরে নয় ।
হাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বললেন, "উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে 8-11 অগস্ট অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে ।" উপকূলবর্তী এলাকায় 40-60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে । ফলে সমুদ্র উত্তাল হবে । তাই মৎস্যজীবীদের 8 অগস্ট থেকে সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে । যাঁরা ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের আজ রবিবার 7 অগস্টের মধ্যে ফিরে আসতে বলছে হাওয়া অফিস (IMD Kolkata Weather Forecasts generally cloudy sky with rain thundershower likely to occur in some areas) ।
কলকাতায় তুমুল বৃষ্টি, কী বললেন আলিপুরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস আরও পড়ুন: ছুটির দিনেও অর্থ ব্যয়ের সম্ভাবনা কাদের কেমন জানুন রাশিফলে
দক্ষিণবঙ্গে 9-10 অগস্ট অর্থাৎ মঙ্গল এবং বুধবার বেশি বৃষ্টি হবে । কলকাতায় 10 অগস্ট, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির ঘাটতি রয়েছে, তা কি কিছুটা হলেও পূরণ হবে ? হাওয়া অফিসের অধিকর্তা আশ্বস্ত কর বললেন, "বৃষ্টির যে ঘাটতি দক্ষিণবঙ্গে রয়েছে, তা এই নিম্নচাপের বৃষ্টির জেরে অনেকটা পূরণ হবে । তবে এই বৃষ্টির কারণে কৃষিকাজের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।"
শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.3 ডিগ্রি এবং 27.5 ডিগ্রি সেলসিয়াস, দু'টিই স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ যথাক্রমে 91 শতাংশ ৷ অস্বস্তিকর গরম রয়েই গিয়েছে । রবিবার নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে । তাই দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷