কলকাতা, 7 সেপ্টেম্বর: বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিতে কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী অঞ্চল বানভাসি । শুধু মঙ্গলবার দুপুরে 8.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে । হাওয়া অফিস বলছে আপাতত এইভাবেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কখনও বা ভারী বৃষ্টি হবে (West Bengal Weather Update) ।
আলিপুর আবহাত্তয়া দফতরের (Regional Meteorological Centre) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, দক্ষিণবঙ্গের জন্য আগামী তিন-চার দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 10 তারিখ থেকে বৃষ্টি বাড়বে । বিশেষ করে দক্ষিণবঙ্গে উপকূলের কাছাকাছি জেলাগুলোতে দু-এক জায়গা ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতার ক্ষেত্রে আগামী তিন থেকে চারদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তবে একটানা বৃষ্টির তেমন সম্ভবনা নেই । কোথাও কোথাও বৃষ্টি হবে । 10 তারিখ দিয়ে বৃষ্টি বাড়বে কলকাতায় । 9 তারিখ পর্যন্ত তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । 10 তারিখে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ।