পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বৃষ্টি উধাও, অস্বস্তিকর গরমই দক্ষিণের সঙ্গী

জুলাই মানে বর্ষাকাল ৷ রাজ্যে মৌসুমী বায়ু এলেও প্রথম থেকেই দক্ষিণের কপালে বৃষ্টি জোটেনি ৷ এখনও আশাজনক পূর্বাভাস দিতে পারেনি আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
দক্ষিণবঙ্গে বৃষ্টি

By

Published : Jul 22, 2022, 6:47 AM IST

কলকাতা, 22 জুলাই: দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি। বর্ষা ভেজা দিন মানে আর শ্রাবণের ধারাস্নান নয়, বরং মেঘ, বৃষ্টি এবং রোদের লুকোচুরি । যেখানে বৃষ্টি ছাড়া বাকি দু'য়ের উপস্থিতি বেশি । চলতি মরশুমে আশা জাগিয়ে শুরু করেও বরুণ দেবতা কেন বাংলাকে বৃষ্টিদানের ক্ষেত্রে কৃপণ হলেন, তার সঠিক ব্যাখ্যা আবহবিদরা দিতে পারছেন না ।

বিশেষত দক্ষিণবঙ্গ কেন কু-নজরে পড়ল, তা বোঝা যাচ্ছে না । অথচ দেশের অন্য রাজ্যে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে । কয়েকটি রাজ্যে তো বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে । দক্ষিণের ভারী বৃষ্টির সংকটের কারণ হিসেবে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি না-হওয়াকেই দায়ী করা হচ্ছে । ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হলেও তা স্থলভাগের দিকে আসছে না (IMD Kolkata Weather forecasts generally cloudy sky with rain likely to occur) ৷

পাশাপাশি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাইরের দিক দিয়ে যাচ্ছে । বর্তমান অবস্থান রাজস্থান থেকে ছত্তিশগড় এবং ওড়িশা হয়ে বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত । ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম হবে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেই বর্ষার মেজাজ পাবে দক্ষিণবঙ্গ । যদিও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে ।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে সাফল্য পাবেন কারা ? জানতে দেখুন রাশিফল

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন বেশিরভাগ সময়ই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না । উত্তরবঙ্গে প্রথম দু'দিন বৃষ্টি বাড়লেও বাকি তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা এবং তার আশপাশের অঞ্চলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । সঙ্গে আর্দ্রতাজনিত গরমে হাঁসফাঁস বাড়বে ।

বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 34.3 ডিগ্রি এবং 28.2 ডিগ্রি সেলসিয়াস, দু'টিই স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89 শতাংশ হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে । শুক্রবারের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details