কলকাতা, 23 জুন : মেঘলা আকাশ । কয়েক পশলা বৃষ্টিতে গরম থেকে রেহাই মিললেও মিলতে পারে । বর্ষা মানেই 'এই মেঘলা দিনে একলা' বলার মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গের কপালে জোটেনি । অথচ হাওয়া অফিসের পূর্বাভাস বাংলায় বর্ষা ঢুকেছে । উত্তরবঙ্গে বৃষ্টি রাশ টানলেও লক্ষ্মীবার থেকে ফের 'গহন মেঘেরও ছায়া ঘনায়' পরিস্থিতি সৃষ্টি হবে । ফলে বৃষ্টিতে বানভাসি এবং ধসের কারণে ঘরপোড়া উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা সিঁদুরে মেঘ দেখছে (IMD Kolkata Weather Forecasts generally cloudy sky with rain likely to occur in some area) ।
দক্ষিণবঙ্গে বৃষ্টির হাত ধরে স্বস্তি এসেছে । তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার প্রভাব জোরালো হয়নি । পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারিতে সীমাবদ্ধ ।