পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : আগামী 24 ঘণ্টা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে দু-এক পশলা - Rain

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ৷ এদিকে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকেছে ৷ আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা জানালেন, রাজ্যে পুরোপুরি বর্ষা ঢুকে গিয়েছে ৷ তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে (West Bengal Weather Update) ৷

Heavy Rainfall in North Bengal
ভারী বৃষ্টিতে শিলিগুড়ির অবস্থা

By

Published : Jun 21, 2022, 7:06 AM IST

Updated : Jun 21, 2022, 7:31 AM IST

কলকাতা, 21 জুন : রাজ্যে বর্ষা এল । সব জেলাগুলিতে প্রবেশ করেছে মৌসুমী বায়ু । এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গতকাল বৃষ্টি হয়েছে ৷ আজ মঙ্গলবারও একটু বেশি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে (IMD Kolkata Weather Forecasts Generally cloudy sky with one or two spells of rain) ।

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়ের এই পূর্বাভাসে স্বস্তির হাওয়া দক্ষিণবঙ্গে । তিনি আরও জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গামে । দক্ষিণে বর্ষায় স্বস্তি ফিরলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ ৷

রাজ্যে বর্ষা ঢুকেছে, কেমন বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ বঙ্গে, জানালেন উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : টানা বৃষ্টিতে শিলিগুড়িতে টয়ট্রেনের লাইনে ধস, রাত জাগলেন ডেপুটি মেয়র

শিলিগুড়িতে সোমবার সন্ধেয় তিন ঘণ্টায় 146 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে । এতে শিলিগুড়ি শহর কার্যত জলের তলায় । শেষ কবে এমন ভারী বৃষ্টি হয়েছে, তা শিলিগুড়িবাসী মনে করতে পারছে না । হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । উপ-অধিকর্তা বলেন, "আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে । তবে 24 ঘণ্টা পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কমবে । আবার দু'দিন পর থেকে বৃষ্টি বাড়বে ।"

আটকে থাকা বর্ষা দক্ষিণবঙ্গের পুরো জায়গা দখল নেওয়ায়, গরম সেভাবে অনুভূত হবে না । বৃষ্টি এবং মেঘলা আকাশ তাপমাত্রা বাড়তে দিচ্ছে না । সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 32 ডিগ্রি ও 25.1 ডিগ্রি সেলসিয়াস ৷ দুটিই স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ ৷ আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 25.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Jun 21, 2022, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details