পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: তাপপ্রবাহ থেকে রেহাই, উত্তর-দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস - বর্ষার অনুকূল পরিস্থিতি

অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার তাণ্ডব শেষ ৷ এরপরেই বাংলায় জলীয়বাষ্প প্রবেশ করছে ৷ আর তার ফলে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গে ৷ আপাতত কয়েকদিন রাজ্যের দক্ষিণে ও উত্তরে বৃষ্টি হতে পারে ৷

Bengal Weather
বাংলার আবহাওয়া

By

Published : May 16, 2023, 7:08 AM IST

কলকাতা, 16 মে: দিনভর ভ্যাপসা গরম থেকে রেহাই দিল সন্ধ্যাবেলার বৃষ্টি ৷ সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এবং পরে হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টি হয় ৷ কলকাতায় পৌনে ছ'টা নাগাদ ঘণ্টায় 84 কিলোমিটার বেগে এবং দমদমে পশ্চিম দিকে ঘণ্টায় 62 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায় এক-দু'মিনিটের জন্য ৷ আজ ও আগামিকাল অর্থাৎ 16-17 মে এই ঝড়বৃষ্টির আবহাওয়া থাকবে ৷ কলকাতায় 18-20 তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আবহবিদরা জানিয়েছিলেন, মোকার পরোক্ষ প্রভাবে বঙ্গে গরম ফিরেছিল ৷ সেই অতি প্রবল ঘূর্ণিঝড়ের পর্ব মিটতেই দক্ষিণী বাতাসের হাত ধরে এখন দুয়ারে বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ৷ এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে ৷ ফলে আবহাওয়া ধীরে ধীরে প্রাক-বর্ষার অনুকূল হচ্ছে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে ৷" তিনি জানিয়েছেন, 20 মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ- দুই জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

গতকাল উত্তরবঙ্গে উপরের তিনটি জেলা- দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় ভারী বৃষ্টির হতে পারে ৷ উপরের বাকি দু'টি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে ৷ উত্তরবঙ্গে নীচের জেলা মালদা আর দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এর মাঝেও 16-17 মে পশ্চিমের দু-একটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে দিনের বেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে ৷ সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে ৷ 15-20 মে, এই পাঁচদিন উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 62 ও 40 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: মঙ্গলে ভাগ্য মঙ্গলময় কোন কোন রাশির? জেনে নিন আজকের রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details