কলকাতা, 26 মে: পূর্বাভাস মতো বৃহস্পতিবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ দিন গড়িয়ে রাত নামলেও ঝড়বৃষ্টি কমেনি ৷ হাওয়া অফিস আগামিকাল পর্যন্ত ঝড়বৃষ্টির কথা বলেছে ৷ তার হাত ধরে ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মেলার কথাও জানানা হয়েছিল ৷ আপাতত পরস্থিতি সেরকমই। নয়া পূর্বাভাস বলছে, তবে রবিবার থেকে ফের গরম কিছুটা হলেও বাড়তে চলেছে ৷
আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবারের পর আজও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না ৷ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান- এই সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ 27 মে পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন নেই ৷
এদিকে দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে আবহাওয়ার বদল হবে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ 48 ঘণ্টার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে ৷ কলকাতার ক্ষেত্রে আজও সন্ধ্যার পরে ঝোড়ো হাওয়া-সহ বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷