পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: শুক্র-শনি ঝড়বৃষ্টি বঙ্গে, রবিবার থেকে ফিরবে গরম - ঝড় বৃষ্টি

আপাতত গরম থেকে কিছুটা রেহাই ৷ ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা খানিক কমেছে ৷ আজ ও কাল এইরকম আবহাওয়াই থাকবে ৷ বর্ষারেখা আন্দামানে ৷ তাই রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আসতে এখনও বেশ কিছুটা দেরি ৷ সাময়িক ঝড়-বৃষ্টি শেষে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ৷

ETV Bharat
আবহাওয়া

By

Published : May 26, 2023, 6:47 AM IST

কলকাতা, 26 মে: পূর্বাভাস মতো বৃহস্পতিবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ দিন গড়িয়ে রাত নামলেও ঝড়বৃষ্টি কমেনি ৷ হাওয়া অফিস আগামিকাল পর্যন্ত ঝড়বৃষ্টির কথা বলেছে ৷ তার হাত ধরে ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মেলার কথাও জানানা হয়েছিল ৷ আপাতত পরস্থিতি সেরকমই। নয়া পূর্বাভাস বলছে, তবে রবিবার থেকে ফের গরম কিছুটা হলেও বাড়তে চলেছে ৷

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবারের পর আজও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না ৷ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান- এই সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ 27 মে পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন নেই ৷

এদিকে দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে আবহাওয়ার বদল হবে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ 48 ঘণ্টার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে ৷ কলকাতার ক্ষেত্রে আজও সন্ধ্যার পরে ঝোড়ো হাওয়া-সহ বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

ইতিমধ্যে আন্দামানের কিছু অংশে বর্ষারেখা প্রবেশ করেছে ৷ এবার কেরলে পয়লা জুনের পরিবর্তে 4 জুন বর্ষা আসবে বলে জানিয়েছে দেশের আবহাওয়া দফতর ৷ তাই বঙ্গে বর্ষার আগমনে কিছুটা দেরি হতে পারে ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সন্ধ্যায় তিন মিনিটের জন্য ঘণ্টায় 63 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যায় ৷

বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84 শতাংশ ও সর্বনিম্ন 46 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান 6.8 মিলিমিটার ৷ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: কঠিন পরিস্থিতিতে ধনু, পরিশ্রমের মাধ্যমে সাফল্য মিথুনের, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details