কলকাতা, 9 মার্চ: ছত্তিশগড় থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ৷ ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওড়িশা-ছত্তিশগড়ে ৷ এর ফলে রাজ্যের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে বসন্তে গ্রীষ্মকালের গরমের ভ্যাপসা আবহের মধ্যে স্বস্তির আশা দেখছেন অনেকে ৷ বুধবার সারাদিন আকাশ আংশিক মেঘলা ছিল ৷ সন্ধ্যায় ঠান্ডা দক্ষিণী বাতাসে গরমের অনুভূতি কম ৷ গত কয়েকদিনের তুলনায় রাতের আবহ দক্ষিণী বাতাসের কারণে কিছুটা ঠান্ডা (West Bengal Weather) ৷
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী পাঁচদিন দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলায় শুষ্ক আবহাত্তয়া ৷ দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী পাঁচদিন দিন ও রাতের তাপমাত্রায় তেমন একটা বদল হবে না ৷ তবে মালদা, বীরভূমের কিছু অংশে বুধবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টি হয়েছে ৷ একইভাবে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে ৷