পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: উধাও বসন্ত! শীত শেষে সরাসরি গ্রীষ্মের আগমনী - শীত শেষে সরাসরি গ্রীষ্মের আগমনী

শীত বিদায় নিয়েছে ৷ এর পরপরই সরাসরি গ্রীষ্ম ৷ বসন্ত তেমন ভাবে বোঝা যায় কি না সন্দেহ ৷ ঘেমে নেয়ে চান করার দিন আসন্ন ৷ বাড়বে তাপমাত্রা, জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Forecast) ৷

Summer in Bengal
বঙ্গে গরম

By

Published : Feb 22, 2023, 6:38 AM IST

Updated : Feb 22, 2023, 6:51 AM IST

শীত বিদায় নেওয়ার পর আগামী কয়েকদিন কেমন কাটবে জানালেন আবহাওয়াবিদ সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 22 ফেব্রুয়ারি: উত্তরের হাওয়া বিদায় নিতেই ভ্যাপসা গরমে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই অস্বস্তিকর পরিস্থিতি ৷ ফাল্গুনের শুরুতে গ্রীষ্মের আগমনী শুধু নয়, প্রচণ্ড গরমে দিন জ্বলার পূর্বাভাস ৷ সকালের দিকে খুব হালকা একটা ঠান্ডার অনুভূতি রয়েছে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে থাকে না ৷ বদলে রোদের ছ্যাঁকা গায়ে লাগছে, ঘাম হচ্ছে ৷ গরম এবং ঘামের থেকে নিস্তারের কোনও উপায় নেই ৷ বদলে এই অস্বস্তি আরও বাড়বে (West Bengal Weather News) ৷

হাওয়া অফিসের আবহবিদরা জানিয়েছেন বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে এমন গরম অনুভূত হচ্ছে ৷ আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে হয়েছে 31.4 ডিগ্রি ৷ এই তাপমাত্রা আগামী 3-4 দিন একইরকম থাকবে ৷ তারপর থেকে ফের গরম অনুভূত হবে ৷"

আরও পড়ুন: বুধে কেরিয়ারে সাফল্য কাদের ভাগ্যে ? জানুন রাশিফলে

তিনি আরও জানিয়েছেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার- এই জেলাগুলিতে আগামী দু'দিন হালকা বৃষ্টি হতে পারে ৷ উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই ৷ এই মুহূর্তে কোথাও কোনও সতর্কতা নেই ৷ আমাদের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ দিক থেকে আসা বাতাস রয়েছে ৷ তার জেরে পূর্ব মেদনীপুর দক্ষিণ 24 পরগনা কলকাতায় ভোরের দিকে হালকা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি ৷ এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে ৷"

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 22 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ অর্থাৎ আগামী 3-4 দিন পর থেকে ঘাম ঝরানো গরম জনজীবন ব্যতিব্যস্ত করে তুলবে ৷

Last Updated : Feb 22, 2023, 6:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details