কলকাতা, 10 নভেম্বর: আংশিক মেঘলা আকাশ ৷ রোদের তাপ সেভাবে গা না-পোড়ালেও হালকা ঘাম হচ্ছে । আপাতত আরও দু-একদিন এই অস্বস্তি কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের আবহাওয়াতে বজায় থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের । সপ্তাহান্তে ঠান্ডার পরিমাণ কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তরপশ্চিম দিক থেকে বাধাহীনভাবে ঠান্ডা হাওয়া ঢুকবে (IMD Kolkata Weather Forecast) ৷
আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 12 নভেম্বর থেকে কলকাতা-সহ সারা রাজ্যে বিশেষত দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2-4 ডিগ্রি কমবে । তবে আগামী পাঁচ দিন দু'বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই । আবহাওয়া শুষ্ক থাকবে । 11 নভেম্বর পর্যন্ত অর্থাৎ আগামিকাল পর্যন্ত মাঝেমধ্যে মেঘলা আকাশ থাকবে । 12 নভেম্বর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আগামী তিনদিন কলকাতায় দিনের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও রাতের তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । 12 নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে 2-4 ডিগ্রি ।"