পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বৃষ্টি তাল কাটবে না মোহনবাগান দিবসের আনন্দে - কলকাতার আবহাওয়া

দক্ষিণে এমনিতেই বৃষ্টি তেমন একটা হচ্ছে না ৷ আজ ফুটবলের ইতিহাসে বিশেষ দিন ৷ তার উদযাপনে কাঁটা হবে বারিধারা ৷ তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

Mohun Bagan Day Kolkata Weather
মোহনবাগান দিবসে হালকা বৃষ্টির সম্ভাবনা

By

Published : Jul 29, 2022, 7:06 AM IST

কলকাতা, 29 জুলাই: 111 বছর আগের বিকেলের আবহ কি ফের 29 জুলাই ফিরে আসছে ? সেবার অর্থাৎ 1911 সালে আইএফএ শিল্ড ফাইনালের বিকেলে কলকাতা ময়দানে অধুনা বিলুপ্ত ক্যালকাটা ক্লাবের মাঠে মুখোমুখি হয়েছিল ইস্ট ইয়র্কশায়ার এবং মোহনবাগান । সাধারণত জুলাইয়ের এই সময়টা বৃষ্টি হয় । কাদামাখা মাঠে খালি পায়ে বলের দখল রেখে বুট পরা ব্রিটিশ ক্লাবের ফুটবলারদের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হত না ভারতীয় ফুটবলারদের পক্ষে । সেবার বৃষ্টি হয়নি । শুকনো মাঠে ইস্ট ইয়র্কশায়ারের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান । ফুটবলারদের অকুতোভয় লড়াইয়ের পাশে বৃষ্টিবিহীন বিকেলের শুকনো মাঠ জয় তুলে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল । ঐতিহাসিক শিল্ড জয়ের এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয় । সবুজ-মেরুন জনতা ক্লাবে ভিড় জমান (IMD Kolkata Weather Forecast partly cloudy sky with rain thundershower likely to occur) ।

প্রায় প্রতিবারই বৃষ্টি ভেজা দিন থাকে 29 জুলাইয়ে । এবার বোধহয় একশো এগারো বছর আগের বিকেলের মতোই বৃষ্টি হবে না । মোহনবাগান দিবস উদযাপনে বাধা হবে না বৃষ্টি । চলতি বর্ষাকালটি দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে ধরা দিল না । ঝলমলে রোদের কোণে হঠাৎ করে আকাশ কালো করে বৃষ্টি । তার সময়সীমা দীর্ঘস্থায়ী নয় । ক্ষণিকের উপস্থিতিতে সে কেবলমাত্র জানান দেয় সময়টা বর্ষাকাল । মেঘ পিওনের হাতে বৃষ্টি তার জোরালো ভাবে আসার খবর দক্ষিণবঙ্গে এখনও দেয়নি ।

আরও পড়ুন: গ্রহের নিরিখে আজ কেমন যাবে জানুন রাশিফলে

উত্তরবঙ্গে শুরুতে কয়েকটি দিন শ্রাবণধারা দেখা দিলেও এখন সবই ফাঁকা । আলিপুর আবহাওয়া অফিস বর্ষার এই অচেনা রূপের কোনও হদিশ পাচ্ছে না । ওড়িশা উপকূলে নিম্নচাপের সৃষ্টি, অক্ষরেখার দূরে সরে যাওয়ার নানান ভৌগোলিক অঙ্ক দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অন্তরায় । সেই খবরের আর পরিবর্তন নেই । তাই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বর্ষার আমেজ খোঁজার কথা বলছেন হাওয়া অফিসের আবহবিদরা । নতুন সপ্তাহে বৃষ্টি বাড়বে আশা দিলেও তা কখনও ভারী বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দেয়নি । একই রকম আবহাওয়া উত্তরবঙ্গেও । সেখানে উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এখন স্বাভাবিক । দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ 50 শতাংশ ৷

শ্রাবণের বাকি দিনগুলো প্রচুর বৃষ্টি এই ঘাটতি পুষিয়ে দেবে তার আন্দাজ আবহবিদরা পাচ্ছেন না। তাই মেঘ বৃষ্টি-রোদের খেলায় অস্বস্তিকর গরম বর্ষায় ফের উপস্থিত এবং তা বাড়ছে । বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ হওয়ায় অস্বস্তিকর গরমে জেরবার মানুষ । শুক্রবার সপ্তাহের শেষভাগে আকাশ আংশিক মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে তা মোহনবাগান দিবসের আবহে খলনায়ক হবে না । আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি থাকবে ।

আরও পড়ুন: দু'বছর পর সেজে উঠেছে ক্লাব তাঁবু, আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি

ABOUT THE AUTHOR

...view details