পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগ, দক্ষিণে বৃষ্টির লুকোচুরি - Partly cloudy sky with Rain likely to occur

পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ এদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ৷

ETV Bharat
রাজ্যে বর্ষা

By

Published : Jul 13, 2023, 9:27 AM IST

কলকাতা, 13 জুলাই: শনিবারের আগে উত্তরবঙ্গে বৃষ্টি কমার ইঙ্গিত নেই ৷ আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, একটি নিম্নচাপ অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে বিস্তৃত হয়ে গয়া-ভাগলপুর থেকে বালুরঘাট পর্যন্ত রয়েছে ৷ তা আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অরুণাচলপ্রদেশ পর্যন্ত অবস্থান করছে ৷ একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে ৷

এর ফলে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ৷ শনিবার 15 জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে ৷ উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এর ফলে দার্জিলিং, কালিম্পংয়ে ভূমিধসের শঙ্কা রয়েছে ৷ নিচু এলাকায় জল জমতে পারে ৷ তবে শুধু উপরের পাঁচ জেলাই নয়, উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি হয়ে চলেছে ৷ নিম্নচাপ অক্ষরেখার অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় এবার বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ অন্যদিকে. দক্ষিণবঙ্গে উলটো ছবি ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই ৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ তাই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ৷

আরও পড়ুন: প্রেম-জীবন সুখে কাটবে কর্কটের, আপনার ভাগ্যে কী আছে ?

কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ অস্বস্তিকর গরম জারি থাকবে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ এবং সর্বনিম্ন 69 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা ৷ কোনও কোনও জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details