কলকাতা, 30 সেপ্টেম্বর: শারদোৎসবে কাঁটা ছড়াবে বৃষ্টি । ষষ্ঠী থেকে দশমী- উৎসবের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি । উৎসবের দুয়ারে বৃষ্টির এই কড়া নাড়ার কারণ ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা । আলিপুর আবহাত্তয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস আগেই বলেছিলেন ঘূর্ণিঝড় নোরু প্রশান্ত মহাসাগর থেকে ভিয়েতনাম-থাইল্যান্ড-মায়ানমার পার হয়ে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে । যার প্রভাবে শারদোৎসবের দোড়গোড়ায় বৃষ্টির আগমন (IMD Kolkata Weather Forecast rain possibility in Kolkata during Durga Puja) ।
হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দোপাধ্যায় বলেন, "আগামিকাল, 1 অক্টোবর উত্তর-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ 2 অক্টোবর রবিবার, ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে । এর ফলে দক্ষিণবঙ্গে 2-5 অক্টোবর, রবি থেকে বুধবার পর্যন্ত সময়ে সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা ।"
আপাতত 1 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে । 2 অক্টোবর রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, উপকূলের জেলা, দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । 3 অক্টোবর সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে । তবে পশ্চিমের জেলাগুলি- যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে । 4 ও 5 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ।