পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Possibility of Rain in Durga Puja: ভিলেন ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস - থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

বর্ষার ভরা মরশুমে বৃষ্টি তেমন একটা হয়নি ৷ কিন্তু পুজোয় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে, জানিয়েছে হাওয়া অফিস ৷ সুদূর প্রশান্ত মহাসাগর থেকে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বঙ্গোপসাগরের দিকে (Rain likely in Durgapujo) ৷

Durgapujo Rain
ETV Bharat

By

Published : Sep 30, 2022, 6:51 AM IST

Updated : Sep 30, 2022, 7:17 AM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: শারদোৎসবে কাঁটা ছড়াবে বৃষ্টি । ষষ্ঠী থেকে দশমী- উৎসবের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি । উৎসবের দুয়ারে বৃষ্টির এই কড়া নাড়ার কারণ ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা । আলিপুর আবহাত্তয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস আগেই বলেছিলেন ঘূর্ণিঝড় নোরু প্রশান্ত মহাসাগর থেকে ভিয়েতনাম-থাইল্যান্ড-মায়ানমার পার হয়ে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে । যার প্রভাবে শারদোৎসবের দোড়গোড়ায় বৃষ্টির আগমন (IMD Kolkata Weather Forecast rain possibility in Kolkata during Durga Puja) ।

হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দোপাধ্যায় বলেন, "আগামিকাল, 1 অক্টোবর উত্তর-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ 2 অক্টোবর রবিবার, ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে । এর ফলে দক্ষিণবঙ্গে 2-5 অক্টোবর, রবি থেকে বুধবার পর্যন্ত সময়ে সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা ।"

আপাতত 1 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে । 2 অক্টোবর রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, উপকূলের জেলা, দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । 3 অক্টোবর সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে । তবে পশ্চিমের জেলাগুলি- যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে । 4 ও 5 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ।

শুরু থেকে শেষ, বৃষ্টিতেই কাটবে পুজো, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

আরও পড়ুন: আজ পঞ্চমী, কীভাবে কাটবে দিন জানুন রাশিফলে

কলকাতায় আগামীকাল পর্যন্ত অর্থাৎ 1 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে । 2-5 তারিখ অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে । ওই দু'দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 অক্টোবর অর্থাৎ রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে । 3 ও 5 তারিখ অর্থাৎ সোম থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি । শুক্রবার পঞ্চমীর আকাশ সাধারণত আংশিক মেঘলাই থাকবে । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Last Updated : Sep 30, 2022, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details