পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, অস্বস্তিকর গরম কলকাতায়

বর্ষা এলেও এখনও পর্যন্ত তেমনভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে ৷ উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে ৷ আগামী 4-5 দিন উত্তরে বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 1, 2022, 6:32 AM IST

Updated : Sep 1, 2022, 6:57 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: গরম বাড়বে কলকাতায় । অস্বস্তিকর প্যাচপ্যাচে গরমে ফের জেরবার হবে জনজীবন । আগামী ক'দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস । উত্তরবঙ্গে বৃষ্টি বৃদ্ধির কথা আগেই বলা হয়েছে । পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও একই অবস্থা হতে পারে (IMD Kolkata Weather Forecast Partly cloudy sky with rain likely to occur) ।

আলিপুর আবহাত্তয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে এখন কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই । তবে আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । শুধুমাত্র পশ্চিমের জেলা বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও পুরুলিয়াতে আগামী 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে । তারপরে কমে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে । উত্তরবঙ্গেও আগামী 4-5 দিন বৃষ্টির পরিমাণ বাড়বে । বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।"

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: প্রেম জীবন ঝামেলামুক্ত রয়েছে কাদের? জানুন রাশিফলে...

তবে কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে । ইতিমধ্যে কলকাতায় তাপমাত্রা 35-36 ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং বৃষ্টি কম হওয়ায় এই অস্বস্তি বজায় থাকবে আগামী 2-3 দিন । বুধবার কলকাতা এবং তার আশপাশে অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি । বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Sep 1, 2022, 6:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details