কলকাতা, 1 জুলাই: মৌসুমী অক্ষরেখার অবস্থান অনুযায়ী বৃষ্টির হ্রাস-বৃদ্ধি হয়ে থাকে ৷ এই সময় তার অবস্থান উত্তরবঙ্গের উপর দিয়ে যাচ্ছে ৷ তার ফলে সেখানে বৃষ্টি বাড়বে ৷ আবার দক্ষিণবঙ্গের উপর যখন মৌসুমী অক্ষরেখা অবস্থান করবে তখন রাজ্যের দক্ষিণে বৃষ্টি বাড়বে ৷ কয়েকদিন আগে এই কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ৷
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ৷ আজ শনিবারও এই আবহাওয়াই থাকবে ৷ হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, কলকাতা- সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আজও চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷
পশ্চিমের জেলা বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে ৷ তবে আপাতত দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি দিয়ে বৃষ্টি বাড়বে পাহাড়ে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিংম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ প্রথম দিন মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভবনা ৷