পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বর্ষার মরশুমে বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গে, সঙ্গী ভ্যাপসা গরম - Kolkata Weather

26 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে ৷ তবে 27 জুলাইয়ের পর মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করলে বৃষ্টি বাড়তে পারে, জানালেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷ তাপমাত্রাতে কোনও পরিবর্তন নেই ৷

ETV Bharat
আবহাওয়া

By

Published : Jul 25, 2023, 7:03 AM IST

আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস নিয়ে জানালেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 25 জুলাই: আকাশ ও বাতাসের মান-অভিমানে বঙ্গে বৃষ্টির আকাল ৷ তাই শ্রাবণে ভরা বর্ষাতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে ৷ পয়লা জুন থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা অনেকটাই কম ৷ তবে 27 জুলাইয়ের পর থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসতে পারে ৷ তার প্রভাবে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যের কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টির কোনও ইঙ্গিত নেই ৷ আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গে 26 জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তাপমাত্রা সেভাবে বাড়বে না ৷ পরশু 27 জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ আগামিকাল, বুধবার 26 জুলাই পর্যন্ত কলকাতায় মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ তাই আর্দ্রতাজনিত অস্বস্তি এখন বঙ্গবাসীর সঙ্গী ৷

আরও পড়ুন: কলকাতা পুলিশ-সহ একাধিক বিভাগে নিয়োগ, অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা

উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বেশি হবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 27 জুলাই থেকে বৃষ্টি বাড়ার কারণ মৌসুমী অক্ষরেখার স্থান পরিবর্তন ৷ এখন মৌসুমী অক্ষরেখা ওড়িশার উপর দিয়ে রয়েছে ৷ পরে এটি পশ্চিমবঙ্গের দক্ষিণে আসবে ৷ তাতে রাজ্যের দক্ষিণে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷

বর্তমানে দক্ষিণ ওড়িশা ও উত্তর-অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে ৷ তবে এর সরাসরি কোনও প্রভাবই দক্ষিণবঙ্গে পড়বে না ৷ কারণ, দক্ষিণবঙ্গ থেকে এই দু'টির অবস্থান অনেকটাই দূরে ৷ তিনি আরও জানান, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি 38 শতাংশ ৷ আর কলকাতাতে 50 শতাংশ বৃষ্টি কম আছে ৷ উত্তরবঙ্গে বৃষ্টি স্বাভাবিক রয়েছে ৷

আরও পড়ুন: কর্মক্ষেত্রে বাধা একাধিক রাশির, আপনার ভাগ্যে কি আছে দেখে নিন আজ

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 66 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details