কলকাতা, 11 জুলাই: বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি পরিমাণে। মঙ্গলবার গ্রাম গড়ার ভোটের ফলাফল ৷ গ্রামের রাশ কার হাতে থাকতে চলেছে তা জানতে আগ্রহ তুঙ্গে ৷ এই অবস্থায় প্রাকৃতিক বিপর্যয় বাধা হতে পারে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসন- সকলকেই আশ্বস্ত করবে।
এর আগে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 9-13 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ বিশেষত উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির জন্যে ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছিল ৷ দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হড়পা বান আসার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আপাতত তেমন সম্ভাবনা নেই ।
এদিকে, সোমবার নতুন করে আগামী পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আলিপুর ৷ তাতে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তা ভারী থেকে অতিভারী হবে না ৷ উত্তরের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ বঙ্গে না হলেও দেশের উত্তরে দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে ৷ এর জেরে প্লাবন দেখা দিয়েছে ৷ হিমাচল, দিল্লিতে দু'দিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে ৷ যমুনা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশেও বৃষ্টি হচ্ছে ৷