পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গে শীতের হাওয়ায় লাগছে কাঁপন - আজকের আবহাওয়া

বঙ্গে বিশেষত, দক্ষিণে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করেছে ৷ আগামী ক'দিন শীতের আমেজ থাকবে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই (IMD Kolkata Weather Forecast) ৷

Winter in Bengal
ETV Bharat

By

Published : Dec 10, 2022, 6:47 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর: মনদৌস ঘূর্ণিঝড়ে শীতের পথে কাঁটা ছড়ানোর শঙ্কা থাকলেও তার প্রভাব খুব একটা পড়ল না ৷ তামিলনাড়ু,পুদুচেরি বা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘুর্ণিঝড় আছড়ে পড়ল। তার প্রভাবে বঙ্গের শীত ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছিল ৷ সেটা হল না ফলে শীতের আমেজ এবার জমিয়ে বসবে তেমন ইঙ্গিত মিলছে ৷ এই নিয়ে দ্বিতীয়বার সর্বনিম্ন তাপমাত্রা শুধু 15 ডিগ্রির ঘরে ঢুকে পড়ল এবং এই তাপমাত্রায় থিতু হতে চলেছে (West Bengal Weather) ৷

ইতিমধ্যে জেলায় পারদ নামতে শুরু করেছে ৷ উত্তুরে হাওয়ার দাপটও বেড়েছে ৷ আগামী কয়েকদিনের মধ্যে তা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷ উত্তরবঙ্গে ইতিমধ্যে ঠান্ডা কামড় বসাতে শুরু করেছে ৷ উপরের পাঁচটি জেলায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে পারদ 10 ডিগ্রির নীচে ঘোরাফেরা করছে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদ নিম্নমুখী ৷ পাহাড়-সমতলের সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতাতেও শীতের আমেজ ধীরে হলেও বাড়ছে ৷ হালকা ঠান্ডা দিনভর থাকছে ৷

আরও পড়ুন: কেমন কাটবে উইকেন্ড, জানুন রাশিফলে

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে শীতের এই শিরশিরানি আরও বাড়বে ৷ শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.0 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 92 শতাংশ ৷ শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details