পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: শুকনো আবহে রঙের উৎসব, মার্চে ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি

আজ দোল, কাল হোলি ৷ হাওয়া অফিসের পূর্বাভাসে বৃষ্টি নেই ৷ শুকনো গরমের মধ্যে রঙের উৎসব পালন করতে হবে ৷ মার্চের শুরুতে তাপমাত্রা থেকে অনুমান, এ মাসের শেষে গরম আরও বাড়বে (West Bengal Summer Weather Forecast) ৷

Summer
গরম

By

Published : Mar 7, 2023, 6:37 AM IST

Updated : Mar 7, 2023, 6:52 AM IST

হোলি ও দোলের আবহাওয়া সম্পর্কে জানালেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 7 মার্চ: সবে মার্চ মাসের প্রথম সপ্তাহ চলছে ৷ এর মধ্যেই শুকনো গরমে কষ্টে বাংলা ৷ গরমের দোসর ঘাম । আর তাতেই কাহিল জনজীবন ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে ছয় ডিগ্রি বেশি থাকার কারণে এই অস্বস্তি নয় ৷ ঊর্ধ্বমুখী তাপমাত্রার চেয়ে বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা কম হয়ে যাচ্ছে ৷ ফলে শুকনো গরম আবহাওয়া সমস্যায় ফেলছে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78 শতাংশ (West Bengal Holi Weather) ৷

মার্চের আরম্ভে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁই ছুঁই করছে ৷ মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার উপ-মহাধ্যক্ষ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ অর্থাৎ যে গরমটা আমরা দিনের বেলা অনুভব করছি, তা থাকবে ৷ ভোরের দিকে জেলাগুলিতে একটা ঠান্ডার আমেজ থাকছে, তাও থাকবে ৷ 20-21 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করছে ৷" খুব একটা পরিবর্তনের কথা জানালেন না আলিপুরের আবহাওয়াবিদ ৷

আগামিকাল 8 মার্চ, দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা খুব কম এক ডিগ্রির মতো বাড়বে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 11 তারিখের পর সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন নেই ৷ শুধুমাত্র হিমালয়ের পাদদেশ সংলগ্ন সিকিম এবং উত্তরবঙ্গের উপরের দুটি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ বাকি পশ্চিমবঙ্গের কোনও জেলাতে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আজ 7 তারিখ দোল এবং কাল 8 তারিখ হোলি ৷ হোলিতে তাপমাত্রা সামান্য একটু বাড়তে পারে ৷ মঙ্গলবার রোদ ঝলমলে দিনের আকাশ ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 22 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ অর্থাৎ গরমে দোল উৎসব ৷ মার্চ মাস জুড়ে গনগনে উত্তাপের মধ্যে গ্রীষ্মের আবাহন ৷

আরও পড়ুন: দোল উৎসবে মেতে ওঠার আগে জেনে নিন কী বলছে রাশিফল ?

Last Updated : Mar 7, 2023, 6:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details