কলকাতা, 17 ডিসেম্বর: বাধা না-পেয়ে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া ৷ পারদ পতনও হচ্ছে দ্রুত হারে ৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে ঠান্ডা ফিরল তার নিজস্ব ছন্দে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে শুরু করেছে ৷ বিশেষত উত্তরের উপরের জেলা- দর্জিলিং, কালিম্পংয়ে জমিয়ে শীত পড়ায় পর্যটকেরা চুটিয়ে শীতের মজা নিচ্ছেন ৷ পাহাড়ি অঞ্চলগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রির নীচে নেমে গিয়েছে (West Bengal Weather) ৷
মালদা, দুই দিনাজপুরেও শীতের তীব্র অনুভূতি ৷ বৃষ্টির সম্ভাবনা নেই ৷ উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা যে কিছুটা হলেও টি-20 খেলবে, আশা হাওয়া অফিসের ৷ পারদ পতন দক্ষিণবঙ্গেও ৷ তাপমাত্রা কমে 14 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে ৷ পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে ৷ আবহাওয়াবিদরা বলছেন শীত পড়েছে ৷